• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

ফারুক হাসান ছাত্রদল নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন: জাতীয় বিপ্লবী পরিষদ

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২৫, ২২:৩৫
ফাইল ছবি

জাতীয় বিপ্লবী পরিষদ দাবি করেছে ছাত্রদল নিয়ে শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে দুর্বৃত্তদের হামলায় আহত গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান অসত্য বক্তব্য দিয়েছেন।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান এ দাবি করেন।

এতে বলা হয়, ফারুক হাসান হামলাকারীদের নাম পরিচয় না জেনেই প্রথমে ছাত্রদলের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে তিনি এ বক্তব্যের দায় চাপিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান এর উপর। এটি মূলত, ফারুক হাসানের কাণ্ডজ্ঞানহীনতা ছাড়া আর কিছু নয়।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় বিপ্লবী পরিষদের কোনো নেতা ছাত্রদলকে জড়িয়ে বক্তব্য দেবেন এটি কল্পনাপ্রসূত ও অবান্তর। ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচারের দায় জাতীয় বিপ্লবী পরিষদের ওপর চাপানোর সুযোগ নেই। এটি স্বাভাবিক রাজনৈতিক কাণ্ডজ্ঞান। কেউ অহেতুক দাবি করে দেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনকে সন্ত্রাসী হামলার জন্য দায়ী করতে পারেন না। এটি লাগামহীন ও বেফাঁস কথা বলার অভ্যাস থেকে হতে পারে অথবা কোনো চক্রান্ত হতে পারে। বিগত সময়ে আমরা দেখেছি এরকম অভ্যাস ভারতের দালাল শেখ হাসিনার ছিল। তিনি একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপির শীর্ষ নেতৃত্বকে দায়ী করে তাদের ঘায়েল করার অপচেষ্টা করেছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, হামলার বিষয়ে ফারুক হাসানের বক্তব্যের স্থিরতা নেই। তিনি ছাত্রদলকে জড়ানোর পর একই হামলাকারীদের জাতীয় বিপ্লবী পরিষদের লোক বলেও দাবি করেছেন। তার এ দাবির সঙ্গে কণ্ঠ মিলিয়ে গণঅধিকার পরিষদ-এর সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে বিরতিহীনভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। অথচ জাতীয় বিপ্লবী পরিষদ শুরু থেকেই ভিডিও ফুটেজ সরবরাহসহ হামলাকারীদের নাম পরিচয় গণঅধিকার পরিষদকে জানিয়েছে। হামলাকারীদের প্রকৃত পরিচয় ও নেপথ্যে কে বা কারা জড়িত তাও তারা অবহিত।

বিবৃতিতে জাতীয় বিপ্লবী পরিষদের বিরুদ্ধে অপপ্রচার থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন আনিছুর রহমান।

আরটিভি/এমএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ
শহীদ মিনারে হামলাকারীদের জামিনে জাতীয় বিপ্লবী পরিষদের উদ্বেগ
পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে ‘মারধর’ করে পুলিশে দিল ছাত্রদল
গণঅধিকার পরিষদের আলটিমেটাম, মিছিল নিয়ে শাহবাগ থানায়