• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

রাজনৈতিক দলগুলোর প্রতি হুঁশিয়ারি দিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২৫, ১৪:০৯
ছবি: সংগৃহীত

হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কোনো রাজনৈতিক দল ছলচাতুরী করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তা সফল হতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে যে জন্য পালিয়ে যেতে হয়েছে, রাষ্ট্রযন্ত্রকে যদি সে পর্যায়ে নিয়ে যাওয়া হয়, তবে ছাত্র-জনতা আবারও রক্ত দিতে প্রস্তুত।

শনিবার (১১ জানুয়ারি) সকালে রিকশাচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, প্রতিনিয়ত যেসব রাজনৈতিক দল রাস্তায় চাঁদাবাজি করছে, অবিলম্বে তাদের তা বন্ধ করতে হবে।

এ সময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা ও তাদের দোসরদের দ্রুত বিচার করতে হবে। কোনো রাজনৈতিক চাপের কাছে নত হওয়া যাবে না।

বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে সরকার গড়িমসি করছে বলে অভিযোগ এনে নাগরিক কমিটির এই নেতা বলেন, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই আমরা সরকারের কাছ থেকে ঘোষণাপত্র চাই।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শতাধিক পণ্যে শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহারের দাবি
শিক্ষা ক্যাডার অ্যাসোসিয়েশনের নতুন আহ্বায়ক
‘রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র তৈরির আহ্বান’
চাঁদাবাজির প্রতিবাদ, জাতীয় নাগরিক কমিটির সদস্যকে বিএনপি নেতার হুমকি