• ঢাকা বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১
logo

সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা

আরটিভি নিউজ

  ১৬ জানুয়ারি ২০২৫, ১৪:১৩
সর্বদলীয় বৈঠকে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে যে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা, তাতে বিএনপির অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

এদিন সকালে কয়েকটি বেসরকারি টেলিভিশনের স্ক্রলে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে উদ্ধৃত করে ‘বিএনপি সর্বদলীয় বৈঠকে যাচ্ছে না’ এমন খবর প্রকাশ হয়।

কিন্তু বিবিসিকে দলটির স্থায়ী কমিটির সদস্য টুকু ওই খবরকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছন, বিকেলে ওই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক চলছে এখন, এরপরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তু নিয়ে বিএনপি ও তার আন্দোলনের শরিকদের দ্বিমত রয়েছে। তাই আজ বৈঠকে গেলেও এই মুহূর্তে ঘোষণাপত্র দেওয়া ঠিক হবে না বলে বিএনপি জোট তাদের অবস্থান জানিয়ে আসবে।

অন্যদিকে ‘প্রোক্লেমেশন অব জুলাই রেগুলেশন’ অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে কালক্ষেপণ করা হলে দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায়ও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করবো এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।

আরটিভি/একে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক শুরু
ভারত শেখ হাসিনার পতন মানতে না পেরে ষড়যন্ত্র করছে: রিজভী
সর্বদলীয় বৈঠকে অংশ নেবে বিএনপি
সর্বদলীয় বৈঠকে বিএনপি অংশ নেবে না এমন কথা আমি বলিনি: টুকু