• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতেই বসছে মেডিকেল বোর্ড

আরটিভি নিউজ

  ১৭ জানুয়ারি ২০২৫, ২৩:০৭
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাতেই বসছে মেডিকেল বোর্ড
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বসতে যাচ্ছে ৮ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় (লন্ডনের স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায়) মেডিকেল বোর্ডের এ আলোচনায় ভার্চুয়ালি অংশগ্রহণ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক মোহাম্মদ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, মেডিকেল বোর্ডে যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকের ৪ জন প্রফেসর, যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ৩ জন চিকিৎসক, বাংলাদেশ থেকে যাওয়া ৬ জন চিকিৎসক ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জুবাইদা রহমান উপস্থিত থাকবেন।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সব রিপোর্ট শুক্রবারের (১৭ জানুয়ারির) মধ্যে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বেগম খালেদা জিয়া তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ সময় বুধবার (৮ জানুয়ারি) বিকেলে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় তাকে স্বাগত জানাতে তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবাইদা রহমান বিমানবন্দরে উপস্থিত হন। পরে বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডন ক্লিনিকে নিয়ে যান তারেক রহমান। সেখানে অধ্যাপক প্যাট্রিক কেনেডির অধীনে ভর্তি করা হয় খালেদা জিয়াকে।

আরটিভি/এসএইচএম/এআর


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওষুধ ছাড়াই তেলাপিয়া মাছের চামড়ায় পোড়া ক্ষতের চিকিৎসা
খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দু-একদিনের মধ্যে সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন
খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ যা জানা গেল
পাঁচ হাজার টাকা বন্ডে জামিন মিলল চিকিৎসকের