• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

এ দেশ হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবার: জামায়াত আমির

আরটিভি নিউজ

  ১৮ জানুয়ারি ২০২৫, ১১:২৭
জামায়াত আমির
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার। ভালো দেশ গঠনে সবার সহযোগিতা লাগবে। এ দেশকে সবাই মিলে গড়তে হবে। আমাদের দেশটা হবে মুক্ত মানুষের দেশ এবং এদেশের নাগরিক বাংলাদেশি পরিচয় দিয়ে গর্ববোধ করবে। এমন একটি বাংলাদেশ কোনো একটি দল একা গড়তে পারবে না।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাসে সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী চায় সমস্ত মানুষ দল-ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষ হিসেবে এ দেশে সম্মানের সঙ্গে বসবাস করবে। নতুন স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তারাও এমন একটি দেশ চায়। ছাত্র সমাজের স্বপ্নের বাংলাদেশ গঠনে তাদের স্বপ্ন পূরণে সর্বশক্তি নিয়োগ করা হবে বলে সবাইকে আশ্বস্ত করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে ঘরে ও বাইরে মানুষ শান্তিতে থাকবে। সবাই নিরাপত্তা ও সম্মানের সঙ্গে কাজ করবে। রাস্তা-ঘাটে ভিক্ষুকের মতো কেউ চাঁদা ওঠাবে না। খাল-বিল, নদী-নালা দখল করবে না। সবার সহযোগিতা ও ভালোবাসা পেলে একটি সুন্দর দেশ গঠন করতে পারবো।

চুয়াডাঙ্গা থেকে রাজশাহী যাওয়ার পথে বনপাড়ায় যাত্রা বিরতি করেন। সংক্ষিপ্ত পথসভার পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হন জামায়াতে ইসলামীর আমিরের বহর।

আরটিভি/এএইচ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিগত সরকার আলেম-ওলামাদের ওপর তাণ্ডব চালিয়েছে: জামায়াত আমির
আ.লীগের আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে: জামায়াত আমির
লড়াই আমাদের শেষ হয়নি: জামায়াত আমির 
বিগত সরকার মানুষের মুখে অদেখা এক তালা ঝুলিয়ে দিয়েছিল: জামায়াত আমির