সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে সালাহউদ্দিন আহমেদের আহ্বান
আলোচনা হোক, তবে সংস্কারের নামে সময়ক্ষেপণ না করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
রোববার (১৯ জানুয়ারি) দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন সংস্কার প্রস্তাব এসেছে। আসুন, আলোচনা হোক। সংস্কারের নামে সময়ক্ষেপণ করবেন না। সংস্কারের ধুয়া তুলে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ করা চলবে না।
তিনি বলেন, সংসদ নির্বাচন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ম্যান্ডেট। সংস্কার সংস্কার খেলা চলবে না। সংস্কারও হবে, নির্বাচনও হবে।
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে সালাহউদ্দিন আহমেদ বলেন, ইতিহাসে নিজেদের স্মরণীয় করে রাখতে আগামী ৫ আগস্ট নির্বাচন দিন। ঋতু কোনো সমস্যা নয়, তাহলে নির্বাচন দিতে সমস্যা কোথায়?
আরটিভি/এফএ
মন্তব্য করুন