• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে: নীরব

আরটিভি নিউজ

  ২১ জানুয়ারি ২০২৫, ১৮:০৫

যতবারই দেশে গণতন্ত্র হোঁচট খেয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে রাজধানীর মগবাজার শাহনূরী মডেল হাই স্কুলে তারেক রহমানের নির্দেশনায় দুস্থ ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এমন একটি দল যে দলটি বাংলাদেশের জনগণের হৃদয়ের দল। বিএনপিও কিন্তু জনগণের কাছে যখন যে ওয়াদা করেছে বিএনপি তা পূরণ করেছে।

বিএনপির এই নেতা বলেন, অনেকেই অনেক কথা বলছে সংস্কার আগে না নির্বাচন আগে। আমরা বলতে চাই, সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি চলতেই থাকবে। নির্বাচন জনগণের অধিকার। জনগণ পছন্দমতো একটি সরকার প্রতিষ্ঠিত করবে। এই দেশের মালিক হচ্ছে দেশের জনগণ।

তিনি আরও বলেন, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সমস্ত ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেছেন।

নীরব বলেন, বর্তমান সরকার দেশকে দোসরমুক্ত করতে ব্যর্থ হয়েছে, চক্রান্তকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে। তাদের অবহেলার কারণে দেশ বিরোধীরা একে একে দেশ থেকে পালিয়ে গেছে। এভাবে জুলাই বিপ্লবের সফলতা আসবে না। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলেই জুলাই বিপ্লব শতভাগ সফল হবে।

তিনি বলেন, বিএনপি গণমানুষের দল। আজকে অনেকে বিএনপিকে নিয়ে হেয় প্রতিপন্ন করে কথা বলছেন। কিন্তু দেশবাসী বিএনপিকেও চিনে আর যারা কুৎসা রটাচ্ছে তাদের অতীত ইতিহাসও জানে।

হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, হাতিরঝিল থানা বিএনপির নেতা শেখ আমির হোসেন সহ হাতিরঝিল থানা বিএনপি এবং ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।

আরটিভি/ ডিসিএনই-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে: ডা. জাহিদ
আ.লীগকে যারা উপকার করতে গেছে, প্রত্যেকের ক্ষতি হয়েছে: আলাল
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার
বাংলাদেশের ৯০ শতাংশ অগ্রগতি বিএনপি বাস্তবায়ন করেছে: আমির খসরু