• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

আ.লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না: মঈন খান

আরটিভি নিউজ

  ২২ জানুয়ারি ২০২৫, ১৩:০৬
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিল না। জান বাঁচানোর জন্য ১৯৭১ সালে সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ ১৫ বছর গুম-খুন করেছে, অত্যাচার করেছে। বিএনপির ৫০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে লক্ষাধিক মামলা করেছে। ছাত্র-জনতার আন্দোলনে আবারও প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ টেকে না।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগ এই জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে। আগামী নির্বাচনে অংশ নেওয়ার আগে তাদের প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা।

তিনি বলেন, বর্তমান সরকারের গুরুদায়িত্ব হলো গণতন্ত্র ফিরিয়ে দেওয়া। এ ব্যাপারে বিএনপি সরকারকে সহযোগিতা করবে। সংস্কার করে যতো দ্রুত সম্ভব জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।

এ সময় যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি আবেদ রাজাসহ অন্যান্য নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংস্কারে এই বছরের বেশি সময় লাগার কথা নয়: নজরুল ইসলাম খান
ওষু‌ধের বাই‌রে খা‌লেদা জিয়ার চিকিৎসা নি‌য়ে পর্যা‌লোচনা চলছে: ডা. জাহিদ
আ.লীগকে যারা উপকার করতে গেছে, প্রত্যেকের ক্ষতি হয়েছে: আলাল
দুই ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বিএনপি নেতার