• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

থানায় হামলার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় ২ নেতাকে বহিষ্কার

আরটিভি নিউজ

  ২৪ জানুয়ারি ২০২৫, ২০:৪৯

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের কেন্দ্রীয় দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা হলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেল।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, শৃঙ্খলা ভঙ্গের অনাকাঙ্ক্ষিত অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। অধিকতর তদন্ত পূর্বক স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনকে গ্রেপ্তার করেছে নিউ মার্কেট থানা পুলিশ। এ ঘটনায় ছাত্রদল নেতা মিথুনকে ছাড়াতে শুক্রবার (২৪ জানুয়ারি) নিউ মার্কেট থানা পুলিশের ওপর হামলা চালিয়েছে তার সমর্থকরা। এতে নিউ মার্কেট জোনের এসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মিথুনসহ কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আরটিভি/একে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এই সংঘর্ষের সম্পূর্ণ দায়ভার শেখ হাসিনার: ছাত্রদল সাধারণ সম্পাদক
ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় তৎপর ছাত্রদল-শিবির
রাজধানীর নিউমার্কেট থানায় হামলা, দুইজন ১ দিনের রিমান্ডে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার