• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

আশা করি ড. ইউনূস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন: সেলিমা রহমান

আরটিভি নিউজ

  ২৫ জানুয়ারি ২০২৫, ১৬:৪৫
আশা করি ড. ইউনূস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন: সেলিমা রহমান
ফাইল ছবি।

সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূস তার ব্যক্তিত্ব ধরে রাখবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

শনিবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ড. ইউনূসকে আমরা সম্মান করি। সারা বিশ্বে তার সম্মানের মাত্রা অনেক উঁচু। ছাত্র-জনতা বিশ্বাস করে দুঃসময়ে তাকে চেয়ারে বসিয়েছে। আমরা চাইবো তিনি তার সঠিক প্রতিদান দেবেন।

তিনি বলেন, সরকারের সমালোচনা করলে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। তাদের সফল করার লক্ষ্যে আমরা সমালোচনা করি। এগুলো তাদের হজম করতে হবে।

বাক স্বাধীনতার অধিকার দিতে হবে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আওয়ামী লীগের আমলে সমালোচনা করা যেত না। বাক স্বাধীনতা ছিল না। সমালোচনা করলেই জেল-জুলুম করা হতো।

সেলিমা রহমান আরও বলেন, আওয়ামী লীগের শাসনামলে মানবাধিকার থাকেনি। ফেসবুকে লিখলে পুলিশ বাড়িতে এসে গ্রেপ্তার করে নিয়ে যেত। ক্ষমতা স্থায়ী করতে তারা ভোটাধিকার হরণ করেছে। ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে গণধর্ষণ করা হয়েছে।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল মানবাধকার ফিরে পাওয়া। এই আন্দোলনে বিএনপির লক্ষ ছিল দেশের মানুষ যেন গণতন্ত্র ফিরে পায়। তাই আমাদের প্রায় ৫০০ নেতা কর্মী জীবন দিয়েছে।

আরটিভি/আরএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চরমোনাই পিরের সঙ্গে সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল
সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলোও একসঙ্গে করতে হবে: রিজভী
নির্বাচনের সময় এই সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে: আসিফ নজরুল
নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ কমিশনের হাতে নয়: ইসি আবুল ফজল