• ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১
logo

ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জামায়াতের

আরটিভি নিউজ

  ২৭ জানুয়ারি ২০২৫, ০৮:২৪
ফাইল ছবি

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৬ জানুয়ারি) রাতে দলের পক্ষে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, ২৬ জানুয়ারি দুপুরের দিকে প্রেসক্লাব থেকে ইবতেদায়ি শিক্ষকেরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে যাওয়ার সময় পুলিশ বাধা দেয়। একপর্যায়ে শাহবাগ থানার সামনে পুলিশ শিক্ষকদের ওপর জলকামান নিক্ষেপ করে এবং তাদের লাঠিপেটা করে। এতে এক নারীসহ ছয়জন আহত হয়েছেন। ইবতেদায়ি শিক্ষকদের ওপর এ হামলা অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ও দুঃখজনক। আমরা এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রফিকুল ইসলাম খান বলেন, বিগত ৪০ বছর ধরে অনুদানভুক্ত ও অনুদানবিহীন মাদরাসার শিক্ষকরা বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপন করছেন। তাদের এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা দেখার যেন কেউ নেই।

তিনি আরও বলেন, ইবতেদায়ি শিক্ষকদের সঙ্গে আলাপ-আলোচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সব সমস্যার ন্যায্য ও যৌক্তিক সমাধান করার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আরটিভি/আইএম/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছয় মাসের মধ্যে নির্বাচনী সংস্কার সম্ভব: জামায়াত সেক্রেটারি    
দাবি আদায়ে মাঠে ইবতেদায়ি শিক্ষকরা, যা বললেন আহমাদুল্লাহ
রাজধানীতে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
প্রধান উপদেষ্টাকে ইবতেদায়ি শিক্ষকদের স্মারকলিপি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা