ঢাকাবুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

নজরুল ইসলাম খানের স্ত্রী মারা গেছেন

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ০৮:২১ পিএম


loading/img
অলিফা আকতার কান্তা

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সহধর্মিণী অলিফা আকতার কান্তা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) ইফতারের পূর্ব মুহূর্তে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৭০ বছর বয়সী অলিফা আকতার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

আগামীকাল বুধবার বাদ জোহর বনানী ডিওএইচএস মসজিদে জানাজা শেষে মিরপুরে শ্বশুর-শাশুড়ির করবের পাশে তাকে দাফন করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |