ঢাকাবুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে তারেক রহমানের শোক

আরটিভি নিউজ

সোমবার, ২১ এপ্রিল ২০২৫ , ০৭:৪১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস (৮৮) মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (২১ এপ্রিল) ভোরে ভ্যাটিকানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই নেতা। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

তিনি পোপ ফ্রান্সিসকে একজন ‘সম্মানিত ও হৃদয়বান আধ্যাত্মিক নেতা’ হিসেবে অভিহিত করেন, যিনি বিশ্বব্যাপী শান্তি, মানবতা ও আন্তঃধর্মীয় সংলাপ প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখে গেছেন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় তারেক রহমান বলেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন একজন বিরল গুণের মানুষ, যার জীবনযাপন ছিল বিনয়, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের প্রতিচ্ছবি। সকল ধর্ম, জাতি ও শ্রেণির মানুষের অধিকার ও মর্যাদার পক্ষে তিনি ছিলেন নিরলস কর্মী।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিশ্বশান্তি, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর পক্ষে তার অবস্থানের কারণে বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। তার রেখে যাওয়া আদর্শ ও শিক্ষা ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।

প্রসঙ্গত, বিশ্বের প্রথম আমেরিকান পোপ হিসেবে পোপ ফ্রান্সিস ধর্মীয় সংস্কার, সামাজিক ন্যায় এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে রাষ্ট্রনেতা, ধর্মীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করছেন।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |