• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

‘অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা’

কুষ্টিয়া প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪১

অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা রয়েছে। নির্বাচনে অংশ নেয়ার জন্য শর্ত জুড়ে নির্বাচন বানচালের চক্রান্ত করছে বিএনপি।

বললেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ২০০৯ থেকে শুরু করে আজ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি এবং খালেদা জিয়া পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেছে।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার সাঁজা মওকুফ অথবা তথাকথিত সহায়ক সরকারের প্রস্তাব ওসিলা আকারে নিয়ে বিএনপি নির্বাচন বানচালের চক্রান্ত করছে।

তথ্যমন্ত্রী বলেন, অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা। আর অপরাধীদের আইনি লড়াইয়ের জন্য আদালতের দরজাও খোলা রয়েছে।

এসময় ওয়েজ বোর্ডে ইলেক্ট্রনিক মিডিয়াকে ঢোকানোর প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আইনানুগভাবে ইলেক্ট্রনিক মিডিয়াকে নবম ওয়েজ বোর্ডেই আনার জন্য কাজ শুরু হয়েছে।

এসময় জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ড শেষে কারাগারে ইনু
ইনু, নাছিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত
ফের ৪ দিনের রিমান্ডে ইনু
ছাত্র আন্দোলন দমনের কূটকৌশল ফাঁস করলেন ইনু