• ঢাকা বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১
logo

সোমবার দেশজুড়ে বিএনপির বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৮

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও দলের কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে সোমবার দেশজুড়ে বিক্ষোভ ডেকেছে দলটি।

নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

ওইদিন ঢাকা মহানগরসহ সারাদেশের জেলা ও জেলা নগরীতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এর আগে শনিবার সকালে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি শুরু করে দলের নেতাকর্মীরা। সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নেতাকর্মীরা কালো পতাকা হাতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন।

এ সময় বিপুল সংখ্যক পুলিশ কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে জলকামান ব্যবহার করে নেতাকর্মীদের সরিয়ে দেয় পুলিশ।

এ সময় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমানসহ অন্তত ৬০ জনকে পুলিশ আটক করে।

এছাড়া পুলিশের লাঠিচার্জ ও জনকামানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী, কদমতলী থানা মহিলা দলের সনিয়া আহমেদসহ বেশ কয়েকজন আহত হন। প্রায় অর্ধশত নেতাকর্মীকে আটক করা হয়।

আরও পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়