সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক দমনে স্কাউটসহ সবাইকে এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে আগামীতে দেশের নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে। স্কাউটদের যোগ্য নাগরিক হয়ে উঠতে হবে।
রোববার সকালে চাঁদপুরে বাংলাদেশ স্কাউটস-এর ৬ষ্ঠ ন্যাশনাল কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হাইমচরে বিশাল জায়গা রয়েছে। আমি হেলিকপ্টারে আসার সময় দেখেছি। এখানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলবো। শিল্প কারখানা হলে মানুষের কর্মসংস্থান এবং এ চরের উন্নতি হবে।
শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের উন্নয়ন করে যাচ্ছি। আর্থ-সামাজিক ক্ষেত্রে দেশ অনেক এগিয়ে যাচ্ছে। এ উন্নয়ন অব্যাহত রাখতে হবে। দেশের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এর আগে সকাল ১১টার দিকে হেলিকপ্টারে করে হাইমচরে পৌঁছান প্রধানমন্ত্রী।
--------------------------------------------------------
আরও পড়ুন: সন্ধ্যায় বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক
--------------------------------------------------------
সফরে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে তিনি চাঁদপুর স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শহরজুড়ে নেয়া হচ্ছে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। গেট, তোরণ, ফেস্টুন ও ব্যানারে সাজানো হয়েছে পুরো শহর।
দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এ সফরে নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। শহরের বাবুরহাট পুলিশ লাইন থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে বড় বড় বিলবোর্ড আর তোরণে শোভা পাচ্ছে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড। আসন্ন সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা তোরণ ও বিলবোর্ড দিয়ে অভিনন্দন জানিয়ে সড়ক সাজিয়ে তুলছেন।
এর আগে প্রধানমন্ত্রী ২০১০ সালে চাঁদপুর সফর করেন।
আরও পড়ুন:
এমসি/পি