রামপুরায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর রাজধানীর রামপুর-আফতাবনগরে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ।
তাদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরাও শিক্ষার্থীদের ওপর হামলা করে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
সোমবার সকাল ১০টার দিকেই আফতাব নগরে অবস্থান নেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা।
এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় দুপুর বারোটার দিকে শ্রমিকদের একটি অংশ লাঠি হাতে শিক্ষার্থীদের ওপর হামলা করলে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
--------------------------------------------------------
আরও পড়ুন : ফখরুলসহ বিএনপির ৩ শীর্ষ নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
-------------------------------------------------------
এ সময় একপক্ষ আরেক পক্ষেকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে থাকে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। চার থেকে পাঁচটি কারও ভাঙচুর করা হয় এ সময়।
গেলো ২৯ জুলাই রাজধানীতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই আন্দোলনে নামে স্কুল শিক্ষার্থীরা। ৯ দফার এ আন্দোলন নবম দিনের মতো চালিয়ে যাচ্ছেন তারা। তবে গতকাল রোববার বিপুল সংখ্যক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনে শরিক হয়। আজ মার্চ টু শাহবাগ কর্মসূচি পালন করছে তারা।
আরও পড়ুন :
- কুমিল্লায় নাশকতার মামলায় ৬ মাসের জামিন পেলেন খালেদা
- বাংলাদেশের জয়ে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
এসজে
মন্তব্য করুন