জনপ্রিয় নেত্রী খালেদা ছাড়া নির্বাচন হবে না: রিজভী
কিসের নির্বাচন? দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা ছাড়া নির্বাচন হবে না। নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন হবে না। বললেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত জনসভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রীর ভোটের দরকার নাই, দরকার ক্ষমতার। ক্ষমতায় থাকলে লুট করা যায়। সারাদেশের আকাশে বাতাসে আপনাদের পতনের আওয়াজ উঠেছে। প্রতিটি গাছের পাতায় পাতায় আপনার পতনের আওয়াজ উঠেছে। আপনাদের পতন অবশ্যম্ভাবী।
-------------------------------------------------------
আরও পড়ুন : আ.লীগ শিক্ষা খাতে খরচ করে না, বিনিয়োগ করে: প্রধানমন্ত্রী
-------------------------------------------------------
এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সাথে সাথে নেতাকর্মীদের নয়াপল্টনমুখী স্রোত তৈরি হয়েছে।
ট্রাকের ওপর নির্মিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব ও আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় অনেক নেতারা।
আরও পড়ুন :
- এখন বিএনপির বড় চ্যালেঞ্জ গণতন্ত্রকে ফিরিয়ে আনা: ফখরুল
- প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি বিএনপির
এসএস
মন্তব্য করুন