ইভিএম নিয়ে জনমনে অনেক সন্দেহ: এরশাদ
ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পাবে না। বিশ্বাসযোগ্যতা নিয়ে জনমনে অনেক সন্দেহ রয়েছে। তাই ইভিএম ভোটিং ব্যবস্থার বাস্তবায়নে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন। বললেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার দুপুরে দলের বনানী কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আমরা একটি অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চাই। সেক্ষেত্রে ভোটিং ব্যবস্থা ভোটারদের উপর চাপিয়ে দেয়া উচিত হবে না। সবার মতামত গ্রহণ করতে হবে।
এরশাদ আরও বলেন, ৫ তারিখে দলের যৌথসভায় আলোচনার পর ইভিএম বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। বিএনপি নির্বাচনে আসবে কিনা সেটা তাদের বিষয়। তবে, জাতীয় পার্টি এখন আগের থেকে শক্তিশালী, মনে করেন এরশাদ। এককভাবে নির্বাচন করতে প্রস্তুত জাতীয় পার্টি।
তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে সম্ভাবনাময় দল। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারবে। আর এ কারণেই প্রতিদিন অনেকেই জাতীয় পার্টিতে যোগ দিতে চাচ্ছেন। রাজনৈতিক ক্যারিয়ার ও জনসমর্থন বিবেচনা করে দলে নিচ্ছি।
এরশাদ বলেন, একটি দল নির্বাচনে নাও আসতে পারে। তারা নির্বাচনে এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে ভিন্ন পরিকল্পনা আছে আমাদের। আমাদের ৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি আছে। প্রার্থী তালিকা প্রস্তুত আছে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য মো. হাফিজ উদ্দিন, মসিউর রহমান রাঙা এমপি, সুনীল শুভ রায়, ফয়সল চিশতী, মেজর (অব.) মো. খালেদ আখতার, সফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
আরও পড়ুন :
এমসি/এসএস
মন্তব্য করুন