মিথ্যাচার না করে প্রমাণ করুন গ্রেপ্তারকৃতরা অপরাধী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির নেতাকর্মীরা মিথ্যাচার করছেন। বিএনপির কোনো নিরপরাধ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়নি। মিথ্যাচার না করে প্রমাণ করুন যে গ্রেপ্তারকৃত বিএনপির নেতাকর্মীরা অপরাধী নয়। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অপরাধ সম্পর্কে আমাদের কাছে ভিডিও ফুটেজ পর্যন্ত রয়েছে। কাজেই বিএনপি নেতাকর্মীরা কে কোথায় কি করছেন তার সব প্রমাণ আমাদের কাছে রয়েছে। বিএনপি গ্রেপ্তার নিয়ে যে অভিযোগ করেছে তা মিথ্যা। এসবে কান দিয়ে জনগণের সময় নষ্ট করার দরকার নেই।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এখানে সবাই মিলে মিশে থাকবে এবং ধর্ম পালন করবে। অসাম্প্রদায়িক চেতনায় গড়ে ওঠা বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠার যে সংগ্রাম তা অব্যাহত থাকবে।
আরও পড়ুন :
- সংবিধান লঙ্ঘন করে খালেদার বিচার করা হচ্ছে: ফখরুল
- রেলপথে উত্তরবঙ্গ সফরে যাবেন কাদের, বক্তব্য রাখবেন স্টেশনে স্টেশনে
আরসি/এমকে
মন্তব্য করুন