• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

গাজীপুরে মানববন্ধন থেকে বিএনপির ৯ নেতাকর্মী আটক

গাজীপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৮

গাজীপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত বিএনপির মানববন্ধন পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। এসময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল ছুড়লে পুলিশও ফাঁকা গুলি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে পুলিশসহ অন্তত ১২জন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ নয়জনকে আটক করে।

পুলিশ জানায়, সোমবার সকালে জেলা শহরের রাজবাড়ি সড়কে মানববন্ধনের আয়োজন করে জেলা বিএনপি। এসময় নেতাকর্মীরা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে কর্মসূচি পালন করতে থাকে। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়।

এসময় বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়লে পুলিশও বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় চার পুলিশসহ আহত হন অন্তত ১২জন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাউন্সিলর হান্নান মিয়া হান্নু ও বিএনপির প্রয়াত স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানসহ নয়জনকে আটক করে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লক্ষ্মীপুরে পিস্তলসহ নারী আটক
কক্সবাজার সৈকতে পর্যটক হত্যায় কাউন্সিলর আটক
নির্বাচন অফিসে তথ্য নিতে এসে রোহিঙ্গা নাগরিক আটক
মালয়েশিয়ায় ৬৪ বাংলাদেশিসহ আটক ১৫৩ অভিবাসী