• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

শিশুদের জন্যেও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক: কাদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০০

মোটরসাইকেলে শিশু আরোহীদের জন্যও হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যত বড় ভিআইপি হোন না কেন, সড়কে সবাই আইন মানতে বাধ্য।

বুধবার নগরভবনে আয়োজিত ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আয়োজিত ১১তম সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, জনদুর্ভোগ কমাতে ডিসেম্বর পর্যন্ত রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ থাকবে।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন আগামী ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে উত্থাপন করা হবে। অক্টোবরে শেষ অধিবেশনে ওই আইন পাস হবে।

তিনি বলেন, সংবিধান বহির্ভূত কোন চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার।

তফসিল ঘোষণার আগে বিএনপি নেতাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবির প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করবেন তাহলে দেশের দায়িত্ব নিবেন কে, মির্জা ফখরুল? সবকিছুই সংবিধান অনুযায়ী চলবে আমরা সংবিধানের বাইরে যাব না।

তিনি বলেন, পরিষ্কারভাবে বলতে চাই নির্বাচন হবে পবিত্র সংবিধান অনুযায়ী। সরকার কোনও চাপের কাছে নতি স্বীকার করবে না।

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির বিষয়ে তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত। এখানে সরকারের কিছু করার নেই। সরকার যদি আদালতের উপর হস্তক্ষেপ করতই তাহলে ৩০টির ওপরে মামলায় খালেদা জিয়ার জামিন পেতেন না।

আরও পড়ুন :

এসজে /এসএস​

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ওবায়দুল কাদেরের দেশে লুকিয়ে থাকার কথা জানত না সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওবায়দুল কাদেরের পিএস মতিন গ্রেপ্তার
ওবায়দুল কাদেরের ব্যাংক হিসাব জব্দ
রাজপথে থাকবে আ.লীগ নেতাকর্মীরা