নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেয়া উচিত: রাষ্ট্রপতি
গণতন্ত্র বিকাশের স্বার্থে রাজনৈতিক দলগুলোর আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া উচিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।
মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের ইটনায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এ সব কথা বলেন।
দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ইটনায় রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ মাঠে তাকে এ গণসংবর্ধনা দেয়া হয়। এর আগে রাষ্ট্রপতি ইটনার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেন।
রাষ্ট্রপতি বলেন, সকল রাজনৈতিক দলকে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে, সবার পাশে থাকতে হবে। প্রত্যেক রাজনৈতিক দল যোগ্য ও সৎ প্রার্থী বেছে নেবে।
হাওরের উন্নয়ন বিষয়ে আবদুল হামিদ বলেন, আমি অনেক কিছুই স্বপ্ন দেখি। হাওরের মানুষ একসময় রাস্তা দিয়ে চলাচল করতে পারবে, তা ভাবতেও পারেনি। আমি হাওরবাসীর সে স্বপ্ন বাস্তবে রূপ দিয়েছি। এখন স্বপ্ন দেখি হাওরে একদিন ফ্লাইওভার হবে। এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে ফ্লাইওভার দিয়ে যাতায়াত করবে মানুষ।
রাষ্ট্রপতি বলেন, হাওরবাসী বারবার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। সে কারণেই আজ আমি রাষ্ট্রপতি হতে পেরেছি। আমার সারাজীবনের স্বপ্ন ছিল হাওর এলাকাকে কিভাবে সারাবিশ্বে পরিচিত করানো যায়। আমার সে স্বপ্ন পূরণ হয়েছে। আমি হাওরকে শুধু দেশেই পরিচিত করিনি, পৃথিবীর অনেক দেশ এখন হাওর এলাকাকে চেনে।
নাগরিক কমিটির সভাপতি ও ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি মো. আফজাল হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এড. মো. জিল্লুর রহমান, জেলা প্রশাসক সারওয়র মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. এম এ আফজাল, ইটনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খলিলুর রহমানসহ আরও অনেকে।
আরও পড়ুন :
এসএস
মন্তব্য করুন