• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতা তরিকুল গুরুতর অসুস্থ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৮, ১৯:২৭

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম গুরুতর অসুস্থ। বর্তমানে তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান আরটিভি অনলাইনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক মাধ্যমে তরিকুল ইসলামের মৃত্যুর খবরটি গুজব। তিনি এখনও চিকিৎসাধীন।

শায়রুল কবির খান বলেন, বিএনপির প্রবীণ নেতা তরিকুল ইসলাম অনেক অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশবাসীকে তার জন্য দোয়া করতে বলেছেন তার পরিবার। তার আরোগ্য কামনায় বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানিয়েছেন দলের নেতাকর্মীরাও।

এরই মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাকে দেখতে হাসপাতালে গেছেন।

তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছেন। বর্তমানে তার কিডনি ডায়ালাইসিস চলছে বলে চিকিৎসকের বরাত দিয়ে শায়রুল কবির খান জানান।

তরিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। বিগত চারদলীয় জোট সরকারের সময় তিনি মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন :

এসজে/ জেএইচ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন যত দেরি হবে, সমস্যা আরও বাড়বে: মির্জা ফখরুল
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
সচিবালয়ে আগুন, ফেসবুকে যা লিখলেন ইঞ্জিনিয়ার ইশরাক
এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর কারাগারে