• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

২৩ অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ অক্টোবর ২০১৮, ১৬:১০

আগামী ২৩ অক্টোবর সিলেটে হজরত শাহজালাল-শাহপরাণের মাজার জিয়ারত করবে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। একইদিন জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছেন তারা। ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব এ সমাবেশের ঘোষণা দেন।

মঙ্গলবার (১৬ অক্টোবর) রাজধানীর উত্তরায় নিজের বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। এর আগে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সুব্রত চৌধুরী, মোস্তফা মহসীন মন্টু ও আ ব ম মোস্তফা আমীন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়কারী শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন উপস্থিত ছিলেন।

শনিবার জাতীয় প্রেসক্লাবে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক পথচলা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য সামনে রেখে গড়ে ওঠে এ জোট।

জাতীয় ঐক্যফ্রন্ট গঠন প্রক্রিয়ায় প্রথম দিকে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্পধারা বাংলাদেশ থাকলেও মতদ্বৈধতা দেখা দেয়ায় শেষ মুহূর্তে দলটি পিঠটান দেয়। বিষয়টি নিয়ে বিকল্পধারার অভ্যন্তরেও তোলপাড় চলছে।

আরও পড়ুন :

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঝুট ব্যবসার দখল নিয়ে গজারিয়ায় বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ
বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় জামিন পেলেন মান্নান
হত্যা মামলার আসামি নোয়াখালীর ইউপি চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার
জনগণের প্রত্যাশা পূরণে নতুন ইসি কাজ করবে: আমীর খসরু