• ঢাকা রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না

১৯ অঙ্গীকার নিয়ে বিএনপির ইশতেহার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৫

১৯টি অঙ্গীকার নিয়ে ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। এছাড়া পর পর দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং গণভোট ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে বলেও বিএনপির ইশতেহারে বলা হয়।

আজ মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে সংবাদ সম্মেলন করে বিএনপির ইশতেহার ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

এছাড়া ইশতেহারে বলা হয়, বিডিআর হত্যাকাণ্ড এবং বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি সংক্রান্ত সকল অনুসন্ধান রিপোর্ট প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর চলাচলের সময় যেন সাধারণ মানুষের কোনও ভোগান্তি না হয় সে জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব প্রতিবছর প্রকাশ করা হবে।

ঘোষণায় আরও বলা হয়, ‘ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪’ বাতিল করা হবে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধ করা হবে। তবে এলাকাগুলোতে সেবা সংস্থা মেয়রের অধীনে রেখে সিটি গভর্নমেন্ট চালু করা হবে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ১১ শতাংশে উন্নীত করা হবে। বর্তমান সরকারের শেষ দুই বছরে তড়িঘড়ি করে নেয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে। সকল মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রের সম্মানিত নাগরিক ঘোষণা করে তাদের সুবিধা বৃদ্ধি করা হবে।

ইশতেহারে বলা হয়, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সকল বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদের নির্বাচন নিশ্চিত করা হবে। প্রথম তিন বছরে দুর্নীতিমুক্ত ব্যবস্থায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে ২ লাখ মানুষকে চাকরি দেয়া হবে। আগামী পাঁচ বছরে ১ কোটি নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ক্ষমতা গ্রহণের প্রথম বছরে বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি করা হবে না। বিদ্যুৎ ও গ্যাসের মূল্যে সকল প্রকার অসঙ্গতি দূর করা হবে।

কৃষি বিষয়ে বলা হয়, গরীব ও নিম্নআয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা হবে। গরীব ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত কৃষকের কৃষিঋণের সুদ মওকুফ করা হবে। সকল খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। পুনর্বাসন ছাড়া শহরের বস্তিবাসী ও হকারদের উচ্ছেদ করা হবে না। এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়নিকমুক্ত নিরাপদ খাদ্য পাবার নিশ্চয়তা দেয়া হবে।

সশস্ত্র বাহিনীর বিষয়ে বলা হয়, প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সব সরঞ্জাম অগ্রাধিকারের ভিত্তিতে কেনা হবে। সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্তদের জন্য যৌক্তিক রেশনের ব্যবস্থা চালু করা হবে। পুলিশ বাহিনীর ঝুঁকি ভাতা বৃদ্ধি করা হবে। ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরদের বেতন ছয় মাসের মধ্যে আপগ্রেড করা হবে এবং পুলিশ বাহিনীর সদস্যগণ অবসরে গেলেও তাদেরকে রেশনের সুবিধা প্রদান করা হবে।

এছাড়া বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেয়া হবে বলেও জানানো হয়।

পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সফররত ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফখরুলের বৈঠক
সরকারকে বিএনপি সমর্থন দিয়ে যাচ্ছে: শামসুজ্জামান দুদু 
আওয়ামী লীগের মধ্যে ভদ্রলোকের সংখ্যা খুবই কম: টুকু
কুষ্টিয়ায় বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবি পদবঞ্চিতদের