স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে: ভোটদান শেষে প্রধানমন্ত্রী
নির্বাচনে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষের জয় হবে। বাংলার জনগণ নৌকায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করবেন। বললেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ প্রদান করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।
রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান লড়াই করছেন।
নির্বাচনে বিজয়ের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, আমি আশাবাদী আমাদের বিজয় হবে। বাংলাদেশের লোক স্বাধীনতার পক্ষে নৌকার পক্ষে ভোট দেবে। আমি শান্তিপূর্ণ নির্বাচন চাই। কোনও সহিংসতা চাই না।
তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে। আমাদের এই অগ্রগতি অব্যাহত থাকবে।
শেখ হাসিনা বলেন, বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসীরা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা অব্যাহত রেখেছে।
এসময় ঢাকা-১০ আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এবং প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন