• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

জনগণের রায় মাথা পেতে নেবো: প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৪

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি কোনও সহিংসতা চাই না। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। বিজয়ী করবে। নির্বাচনে জনগণ যে রায় দেবে, মাথা পেতে সেই রায় মেনে নেবো।

রোববার সকাল ৮টায় ভোট প্রয়োগ শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা ও মেয়ে সায়মা ওয়াজেদ।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জয় হবে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতার পক্ষে নিজেদের রায় দেবে।

তিনি বলেন, আমরা মনে করি নৌকার জয় হবেই হবে।

শেখ হাসিনা বলেন, আমি সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই। দেশের উন্নয়ন যেন অব্যাহত থাকে সেটা চাই।

এর আগে সকাল ৮টা থেকে সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

দলীয় সরকারের অধীনে এই নির্বাচন ঘিরে নানা শঙ্কা ও উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত তা ভোট উৎসবে রূপ নেবে বলেই সবার প্রত্যাশা।

উৎসব নির্বিঘ্ন করতে দেশজুড়ে গ্রহণ করা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহাকাশে থেকে ভোট দিলেন নভোচারীরা
ভোট দিয়ে যা বললেন ট্রাম্প 
সাত সুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প
ভোটের দিন কেমন কাটছে বাইডেনের