• ঢাকা মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১
logo

দেখে উৎসাহ পাচ্ছি: ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:০৫

দেশের মানুষ হিসেবে সবাইকে ভোট দিতে হবে। আমি সবাইকে দেখে উৎসাহ পাচ্ছি। সকাল সকাল ভোট দিতে এসেছে সবাই। আমার মতো একজনকে দেখলাম লাঠিতে ভর দিয়ে ভোট দিতে এসেছে। শীতের সকালে কেন্দ্রে ভিড় হয়ে আছে। তরুণ সমাজও এসেছে। এসব দেখে আমি উৎসাহ পাচ্ছি।

বললেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

আজ রোববার সকাল পৌনে ৯টায় স্ত্রী হামিদা হোসেন ও মেয়ে সারা হোসেনকে নিয়ে ভোটকেন্দ্রে এসে ভোট দেন তিনি।

ভোট প্রয়োগ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

ড. কামাল বলেন, তবে অভিযোগও কানে এসেছে। এগুলো দুঃখজনক, লজ্জাজনক। পদক্ষেপ নিতে হবে। সারা দেশ থেকে যে খবর পাচ্ছি, তা উদ্বেগজনক।

এ সময় কামাল হোসেনের মেয়ে ব্যারিস্টার সারা হোসেন বলেন, এখানে তো ঠিক আছে। কিন্তু বিভিন্ন জায়গায় খবর পাচ্ছি বাধা দেওয়া হচ্ছে। এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। ঝামেলার বিভিন্ন খবর পাচ্ছি।

আরও পড়ুন :

এস

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাশিয়ার বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ মার্কিন গোয়েন্দাদের
ভোটারদের উদ্দেশে যে বার্তা দিলেন ট্রাম্প-কমলা 
নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন আমেরিকানরা
ফ্লোরিডায় ভোট দিলেন ট্রাম্প