• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

মান্নানের কাছে পৌনে ২ লাখ ভোটে হারলেন রব

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ৩০ ডিসেম্বর ২০১৮, ২২:৩৩

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনে নৌকা প্রতীকে মেজর (অব.) আবদুল মান্নান (মহাজোট, বিকল্পধারা) ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আ স ম আব্দুর রব (জেএসডি, ঐক্যফ্রন্ট) পেয়েছেন ৪০ হাজার ৯৭৩ ভোট।

রোববার রাতে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে জেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এছাড়া লক্ষ্মীপুরে বাকি তিনটি আসনে জয় পেয়েছে মহাজোটের প্রার্থীরা।

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মোট কেন্দ্র ৮৫টি। নৌকা প্রতীকে ড. আনোয়ার হোসেন খান (মহাজোট, আওয়ামী লীগ) পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ৪৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে শাহাদাত হোসেন সেলিম (ঐক্যফ্রন্ট) পেয়েছেন ৩ হাজার ৮৯২ ভোট।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে মোট কেন্দ্র ১৩১টি। মহাজোট সমর্থিত আপেল প্রতীকে শহীদ ইসলাম পাপুল (আওয়ামী লীগ) পেয়েছেন ২ লাখ ৫৬ হাজার ৭৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের আবুল খায়ের ভূঁইয়া (বিএনপি) পেয়েছেন ২৮ হাজার ৬৫ ভোট।

লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে মোট কেন্দ্র ১১৫টি। নৌকা প্রতীকে এ কে এম শাহজাহান কামাল (মহাজোট, আওয়ামী লীগ) পেয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৪২৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ঐক্যফ্রন্ট, বিএনপি) পেয়েছেন ১৪ হাজার ৪৯২ ভোট।

এসএস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপজয়ী তামিমকে দলে নিতে চায় রংপুর
বুটের আঘাতে ক্ষত-বিক্ষত ইউরোজয়ী গোলরক্ষকের মুখ 
প্রথম যোগাযোগে সিরিয়ার বিজয়ী বিদ্রোহীদের যে আহ্বান জানাল যুক্তরাষ্ট্র
এশিয়া কাপজয়ী যুবাদের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা এনএসসির