নাশকতা জনগণ প্রশ্রয় দেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বিএনপির কর্মসূচি থেকে নাশকতা করা হলে জনগণ তা প্রশ্রয় দেবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
একাদশ সংসদের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর মঙ্গলবার (৮ জানুয়ারি) প্রথমবারের মতো মন্ত্রণালয়ে এসে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। কর্মসূচি সফলে তাদের বিভিন্ন কৌশল থাকতেই পারে। তবে দেশের মানুষ অগ্নিসংযোগ ও জঙ্গিবাদ পছন্দ করে না, প্রশ্রয়ও দেয় না। তাদের রাজনৈতিক কৌশল অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি টিম হিসেবে কাজ করছে। টিম ওয়ার্কের মাধ্যমে আমরা সফলভাবে এগিয়েছি। এই সফলতার ধারাবাহিকতা আমরা বজায় রাখবো। প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা কাজ করবো।
তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জঙ্গিবাদ দমনের পাশাপাশি মাদক নির্মূলেও কাজ করে যাচ্ছে। মাদক অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে। এর নির্মূলে আমাদের কাজ চলবে।
এসজে/পি
মন্তব্য করুন