• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

গণফোরামের দুই এমপি শপথ নেবেন কি না, জানে না বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৩:০০

জাতীয় ঐক্যফ্রন্টের শরিক গণফোরামের নির্বাচিত দুই সংসদ সদস্য (এমপি) শপথ নেবেন কি-না সে বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার (২৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, আমার মনে হয় এটা কেউ কোনোভাবে সংবাদ প্রচার করেছে। এটা অপপ্রচার হয়েছে।

তিনি বলেন, আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। তারা শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কি-না। আমি যতটুকু জানি, জাতীয় ঐক্যফ্রন্ট যেখানে বিএনপিসহ অন্যান্য সবাই আছেন, সবাই একমত হয়ে সিদ্ধান্ত নেবেন। আমার মনে হয় এটা কেউ কোনোভাবে সংবাদ প্রচার করেছে। এটা অপপ্রচার হয়েছে।

রিজভী বলেন, দলীয় সিদ্ধান্ত ছাড়া তারা কিভাবে বলেন? আমার মনে হয় এটা কিছু না, সবাই ঐক্যবদ্ধ আছে। যা করা হবে সবার একই সিদ্ধান্ত হবে। আমি মনে করি শপথ না নেওয়ার বিষয়ে এর আগে যে সিদ্ধান্ত হয়েছিল সেটা এখনও বলবৎ আছে।

রিজভী বলেন, যার যার মতো করে প্রার্থীরা মামলা করবেন। কেউ করেছেন কি-না সেটা আমার জানা নেই। তবে করলে করতে পারেন। এই সরকারের সাথে মামলাই কী করবেন, আর কী হবে? সবকিছুতো একাকার। তারপরও যারা মামলা করার তারা করবেন।

আরো পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশকে পুনর্নির্মাণ করতে মাঠে নেমেছে বিএনপি: দুদু 
বিএনপির মুক্তিযোদ্ধা সমাবেশ স্থগিত
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি
প্রতিশোধ নিলেন না, উদারতা দেখালেন ইঞ্জিনিয়ার ইশরাক