• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

রাতে দেশে ফেরেননি ড. কামাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ জানুয়ারি ২০১৯, ১৪:০৭

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সিঙ্গাপুর থেকে দেশে ফেরেননি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে থাকা জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের রোববার রাতে দেশে ফেরার কথা ছিল। স্ত্রীর পাসপোর্ট সংক্রান্ত জটিলতার কারণে তিনি ফিরতে পারেননি।

পাসপোর্টের জটিলতা কাটিয়ে উঠতে পারলে আজ সোমবার রাতে তিনি দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

আজ সোমবার পাসপোর্টের সমাধান করে রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা জাহাঙ্গীর আলম মিন্টু।

গণফোরামের সাংগঠনিক সম্পাদক মোশতাক আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, আজ সোমবার তার (ড. কামাল) দেশ ফেরার কথা রয়েছে।

গেলো ১৯ জানুয়ারি চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ড. কামাল হোসেন।

আরো পড়ুন:

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান বদলাবে না: ড. কামাল হোসেন
ঐতিহাসিক গণঅভ্যুত্থান সফল করায় যা বললেন ড. কামাল