শপথ নেবেন না মনসুর-মোকাব্বির: গণফোরাম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী গণফোরামের দুই সদস্য সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন না। সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণফোরাম।
বিজ্ঞপ্তিতে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য জাতীয় ঐক্যফ্রন্ট গঠিত হয়। এ জোটের ঐক্য সুদৃঢ় ও অটুট আছে।’
গণফোরাম তথা ঐক্যফ্রন্টের সদস্যদের সংসদে যোগ দেয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গণফোরাম সদস্যদের সংসদে যোগ দেয়ার কোনও সিদ্ধান্ত হয়নি। গণফোরামসহ জাতীয় ঐক্যফ্রন্টের কোনও সদস্যের শপথ না নেয়ার সিদ্ধান্ত বহাল আছে।’
এ বিষয়ে গণফোরামের স্টিয়ারিং কমিটির সদস্য ও কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী বলেন, ‘আমাদের দলীয় সিদ্ধান্ত শপথ না নেয়ার। ঐক্যফ্রন্টও শপথ না নেয়ার পক্ষে। এটা তাদের (মনসুর ও মোকাব্বির) ব্যক্তিগত অভিমত হতে পারে।’
রোববার (২৭ জানুয়ারি) মৌলভীবাজার-২ আসনের এমপি সুলতান মোহাম্মদ মনসুর বলেন, আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। এই সময়ে আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতামতকে মূল্য দিতে হবে।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান ঐক্যফ্রন্টের ব্যানারে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচিত হন সিলেট-২ আসন থেকে। শপথ নেবেন কিনা জানতে চাইলে আজ সকালে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’
আরো পড়ুন:
এসজে/পি
মন্তব্য করুন