• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

কুমিল্লায় বাসে পেট্রলবোমা

খালেদা জিয়ার জামিন নামঞ্জুর

কুমিল্লা প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৭

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নামঞ্জুর করেছেন কুমিল্লার একটি আদালত।

এই মামলার চার্জগঠন শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি ঠিক করা হয়েছে।

সোমবার দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ মো. আলী আকবর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে হাইকোর্ট বিষয়টি চার ফেব্রুয়ারির মধ্যে নিষ্পত্তির জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের দুই ফেব্রুয়ারি গভীর রাতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অবরোধের সময় কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রলবোমা ছুড়ে মারেন দুর্বৃত্তরা।

এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করেন। ওই মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।

কুমিল্লায় খালেদা জিয়ার মামলার আইনজীবী কাইমুল হক বলেন, আমরা খালেদা জিয়ার জামিন চেয়েছিলাম। আদালত জামিন নামঞ্জুর করেন। এই মামলার চার্জগঠন শুনানি আগামী ২৫ ফেব্রুয়ারি ঠিক করেছেন আদালতের বিচারক।

জেবি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবারের সদস্যদের কাছে পেয়ে উজ্জীবিত খালেদা জিয়া
খালেদা জিয়ার বিদেশযাত্রা ঘিরে যানজট, দুঃখ প্রকাশ বিএনপির
অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি পেছাল
সাবেক এমপি শফিউল ৩ দিনের রিমান্ডে