দেশবাসীকে রেহাই দিন, পদত্যাগ করুন: রিজভী
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আমি সরকারকে বলবো- এ ঘটনার দায় যেহেতু স্বীকার করেছেন, এখন পদত্যাগ করুন। স্বচ্ছ ভোট জালিয়াতির সাফল্যের মৌতাতে বুঁদ হয়ে থাকবেন না। দেশবাসীকে দয়া করে রেহাই দিন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে নিহত প্রায় ১০০ মানুষের মৃত্যুতে গোটা জাতির সঙ্গে আমরাও শোকাহত। এখনও নিখোঁজ ১৫ জনের বেশি। অথচ এই মিডনাইট অবৈধ সরকার পুরান ঢাকার মৃত্যুপুরীর মৃত্যুর মিছিল নিয়ে কেবল বাগাড়ম্বর করছে। ভোট ডাকাতির সরকারের জনগণের প্রতি কোনও জবাবদিহিতা না থাকায় খামখেয়ালি আচরণ করছে।
তিনি বলেন, এখনও সরকারের পক্ষ থেকে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তারা শুধু কথাই বলে যাচ্ছে। আগুন লাগা থেকে শুরু করে এ পর্যন্ত তাদের আচরণ হলো- ‘রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল’ অবস্থার মতো।
রিজভী বলেন, পুরান ঢাকায় মৃত্যুর সঙ্গে বসবাস করছেন বাসিন্দারা। আর সরকার নিজেদের অবৈধ মসনদ সুরক্ষায় গ্রেপ্তার-মামলা-অত্যাচারে ব্যস্ত। তথাকথিত উন্নয়নের নামে পকেট ভারী করা হয়েছে, অথচ জনগণের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা হয়নি।
এসজে
মন্তব্য করুন