নাটোরে কেন্দ্র দখলের অভিযোগ, পাল্টাপাল্টি ধাওয়া
নাটোরে পাঁচটি উপজেলা পরিষদের নির্বাচন শুরু হয়েছে আজ। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন শুরুর পরপরই আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হওয়ার খবর পাওয়া যায়। এতে দুজন আহত হয়েছেন বলে জানা যায়।
সকাল সাড়ে আটটার দিকে বাগাতিপাড়া উপজেলার জিগরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকা ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ও ধাওয়া শুরু হয়। এ ঘটনায় আহত হয় দুজন। বিজিবি, র্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় কেন্দ্রটি প্রায় ভোটারশূন্য।
বাগাতিপাড়ায় নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান। বিদ্রোহী প্রার্থী নাটোর-১ আসনের সাংসদ শহীদুল ইসলামের ছোট ভাই অহিদুল ইসলাম। তিনি আনারস প্রতীক নিয়ে লড়ছেন।
জানা যায়, ভোট শুরুর আগে থেকেই সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। আজ সকালেও উত্তেজনা দেখা যায় সেখানে। বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা সিংড়া মহিলা কলেজ কেন্দ্র দখল করে বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী।
নাটোরে সাতটি উপজেলার মধ্যে প্রথম ধাপে সিংড়া, বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাসপুর ও লালপুর উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। চারটি উপজেলাতেই রয়েছে ক্ষমতাসীন দলের একাধিক প্রার্থী।
আরো পড়ুন:
এসএস
মন্তব্য করুন