• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

শোভনকে ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ মার্চ ২০১৯, ২১:৪২

ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ডাকসু নির্বাচনে হেরে যাওয়ার পর নির্বাচিত ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানানো এবং নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উত্তেজনা প্রশমনে যথাযথ ভূমিকা রাখায় প্রধানমন্ত্রী তাকে এই ধন্যবাদ জানান।

শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান ডাকসুর নবনির্বাচিত নেতারা।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমি ওকে বলেছি যে জিতেছে তাকে অভিনন্দন জানাও। ফলাফল মেনে নাও। ও তাই করেছে। এ জন্য আমি শোভনকে ধন্যবাদ জানাই। ও যেভাবে নেতৃত্ব দিয়ে পরিস্থিতি শান্ত করেছে তাতে ওর রাজনৈতিক নেতৃত্বই ফুটে উঠেছে। একেই বলে নেতৃত্ব।

তিনি বলেন, ও (শোভন) আওয়ামী পরিবারের সন্তান। ওর দাদা ছিলেন বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি। ওর বাবাও ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি।

আরও পড়ুন :

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আবুল কালাম আজাদ গ্রেপ্তার
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা কামালসহ গ্রেপ্তার ৪
তিন বাহিনীর প্রধানসহ নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠক আজ
শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর