• ঢাকা বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১
logo

পাঁচ উপজেলায় ভোটগ্রহণ স্থগিত

আরটিভি অনলাইন

  ২৯ মার্চ ২০১৯, ০৯:২০

আইনি জটিলতা, অনিয়ম ও সহিংসতার কারণে চতুর্থ ধাপে অনুষ্ঠেয় পাঁচ উপজেলা পরিষদের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এছাড়া এক এসপি ও দুজন ওসিকে প্রত্যাহার ও দুজন ওসিকে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, কুমিল্লার বড়ুরা, ময়মনসিংহের ত্রিশাল, ফেনীর ছাগলনাইয়া, পিরোজপুরের মঠবাড়িয়া, খুলনার ডুমুরিয়া উপজেলার ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, পিরোজপুরের এসপি সালাম কবির, মঠবাড়িয়ার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম ও বরগুনার আমতলীর ওসি আলাউদ্দিন মিলনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ওসি মো. শাহাজাহান কবির ও ভোলার তজুমদ্দিনের ওসি ফারুখ আহমদকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২৭ উপজেলায় ভোটগ্রহণের কথা রয়েছে।

জেবি

মন্তব্য করুন

rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাত সুইং স্টেটের ৪টিতে এগিয়ে ট্রাম্প
ভোটের দিন কেমন কাটছে বাইডেনের
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ১২ কোটি টাকার ব্যাংক হিসাব স্থগিত
জলহস্তী জানাল কে হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট