ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

ফখরুল-জাফরউল্লাহর বিরুদ্ধে কিশোরগঞ্জে রাষ্ট্রদ্রোহ মামলা

কিশোরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২০ এপ্রিল ২০১৯ , ০৭:২৯ পিএম


loading/img

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ-কমিটির সদস্য আকরাম হোসেন।

মামলা গ্রহণের পর পাকুন্দিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন বিচারক মুহাম্মদ আবদুন। 

বিজ্ঞাপন

অপর আসামিরা হলেন, বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান ও গণ-বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন।

মামলায় বিবরণে বলা হয়েছে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে উন্নয়নকাজের ক্ষতিসাধন করতে চায় আসামিরা।

কিশোরগঞ্জের এপিপি এ কে এম শফিকুল ইসলাম বলেন, পেনাল কোড, সেকশন ১২৪-এ আমি একটি মামলা ফাইল করি। 

বিজ্ঞাপন

বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশকে আদেশ দিয়েছেন। আমি এই মামলায় ন্যয় বিচার পাবো বলে আশাবাদী।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |