• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

আজ এতিমদের সঙ্গে ইফতার করবেন এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৯, ১৭:৩৪

আজ মঙ্গলবার মাহে রমজানের প্রথম রোজায় এতিমদের সঙ্গে ইফতার করবেন বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বারিধারার প্রেসিডেন্ট পার্কে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার প্রথম রোজা। প্রথম রোজায় প্রতিবছরের মতো এবারও সাবেক রাষ্ট্রপতি এতিমদের সঙ্গে ইফতার করবেন।

এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আরও বলেন, প্রতিবছরই খুব বড় করে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু এবার তিনি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকায় ছোটপরিসরে বারিধারার প্রেসিডেন্ট পার্কে ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতার মাহফিলে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের এবং পার্টির মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার উপস্থিত থাকার কথা রয়েছে বলে জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এরশাদের ছেলে বললেন, খুব কষ্ট হচ্ছে, মানবেতর জীবনযাপন করছি