ঢাকাশনিবার, ২৯ মার্চ ২০২৫, ১৫ চৈত্র ১৪৩১

এখনকার জামায়াত দেশপ্রেমিক: কর্নেল অলি

আরটিভি অনলাইন রিপোর্ট

শুক্রবার, ২৮ জুন ২০১৯ , ০৫:০৫ এএম


loading/img
লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার জামায়াতে ইসলামী আর এখনকার জামায়াত ইসলাম- এক নয়। তারা এখন দেশকে ভালোবাসে এবং তারা দেশপ্রেমিক। 

বিজ্ঞাপন

বললেন বিশ দলীয় জোটের অন্যতম শরিক- লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ। 

জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

বিজ্ঞাপন

এ সময় সংবাদ সম্মেলনের দর্শক সারিতে জামায়াতের অনেক নেতা-কর্মীকে দেখা গেছে। এ সংবাদ সম্মেলনে অলি আহমদ ১৮ দফা দাবি আদায়ে ‘জাতীয় মুক্ত মঞ্চ’র ঘোষণা দেন।

অলি আহমদ বলেন, জামায়াত নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নিচ্ছে, তারা দেশপ্রেমিক শক্তি। যারা দেশকে ভালোবাসে, দেশকে মুক্ত করতে চায়, দেশবাসীকে মুক্ত করতে চায়, যারাই আমাদের সঙ্গে আসতে চাইবে তাদের আমরা সঙ্গে নেবো। তবে দালাল-বেইমানদের না।
 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |