সংসদ নিয়ে টিআইবির প্রতিবেদন উদ্দেশ্যমূলক: তথ্যমন্ত্রী
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) সংসদের কার্যক্রম নিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে তা উদ্দেশ্যমূলক। টিআইবি যে তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রতিবেদন করেছে তাতে ভুল রয়েছে। বললেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, অতীতে টিআইবি ভুল প্রতিবেদন প্রকাশ করলেও এর জন্য ক্ষমা চায়নি। দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে পদ্মাসেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এ নিয়ে টিআইবি দুর্নীতি-অনিয়মের সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছিলো। অথচ কানাডার আদালতে প্রমাণিত হয় পদ্মাসেতুতে কোনো অনিয়ম হয়নি, কিন্তু ভুল তথ্য দিলেও টিআইবি জাতির কাছে ক্ষমা চায়নি।
তিনি বলেন, এতো কিছুর পরও তারা জাতীয় সংসদ নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে যা কোনো সঠিক তথ্যের ভিত্তিতে করা হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, আমরা সমালোচনা চাই, তবে সেটি সত্যিকারের সমালোচনা হতে হবে। সঠিক সমালোচনা চলার পথের পাথেয় হয়। কিন্তু আমরা একপেশে সমালোচনা চাই না। যার দ্বারা জাতি বিভ্রান্ত হবে। গণতন্ত্র ধূলিসাৎ হবে। আমি আশা করব, টিআইবি সঠিক তথ্য প্রকাশ করবে। তাদের ভুল তথ্যর জন্য জাতির কাছে ক্ষমা চাইবে।
আরো পড়ুন:
এমকে
মন্তব্য করুন