• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি র‌্যাব হেফাজতে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪
কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি র‌্যাবে হেফাজতে
ফাইল ছবি

রাজধানীর কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি ও কৃষকলীগের কেন্দ্রীয় নেতা শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব-২ এর সদস্যরা।

আজ শুক্রবার শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। এরপর বিকেল থেকেই র‌্যাব সদস্যরা কলাবাগান ক্লাবটিতে তল্লাশি চালায়।

এবিষয়ে র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল জানান, শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব হেফাজতে নেয়া হয়। তিনি কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলের পর থেকে পুরো এলাকা ঘিরে রেখেছে র‌্যাব। অভিযানে কাউকে বাইরে আসতে দেয়া হচ্ছে না। আবার বাইরের কোনো লোকজনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপহরণের চার দিন পর শিশুর মরদেহ মিলল কলাবাগানে
কলাবাগান থেকে নারীর ঝলসানো লাশ উদ্ধার
কলাবাগান মাঠে নির্বাচনী জনসভায় শেখ হাসিনা