যেখানে অন্যায় সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে: তথ্যমন্ত্রী (ভিডিও)
যেখানে অন্যায় অনিয়ম সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রয়োজনে ঢাকার মতো চট্টগ্রামেও অভিযান চালানো হবে। এখন মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। বললেন তথ্যমন্ত্রী তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আন্তঃস্কুল জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অনিয়ম ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোন দলের কোন মতের সেটা দেখা হচ্ছে না। যারা অনিয়ম করে দেশকে পিছিয়ে দেয়। তাদের বিরুদ্ধে অভিযান চলছে। এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা যুক্তিভিত্তিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি। যুক্তি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে যুক্তি-তর্কের ভিত্তিতে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে বিতর্ক ছাড়া সেটি সম্ভব নয়।
তথ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ, মমত্ববোধকে জাগ্রত করতে হবে। ছোটবেলায় এসব মনের গভীরে প্রোথিত করতে হবে।
এমকে
মন্তব্য করুন