• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৯, ২১:১০

সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশ থেকে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়েছে।

সন্ধ্যা ছটার দিকে টিএসসি থেকে মশাল মিছিল বের করে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের নেতাকর্মীরা। পরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টিএসসিতে সমাবেশ করে সংগঠনটি।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ফয়েজ উল্লাহ, সাধারণ সম্পাদক রাগীব নাঈম, সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ার রেজাসহ আরও অনেকে।

এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের ছাত্রলীগ ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার দাবিও জানান।

উল্লেখ্য, গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগ নেতা-কর্মীদের হামলায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি
দ্রোহযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল