• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

রাঙামাটি ছাত্র ইউনিয়নের সভাপতি অভিজিত, সম্পাদক প্রান্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ অক্টোবর ২০১৯, ১২:৫৮

রাঙামাটি জেলা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে চট্টগ্রাম মহসীন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অভিজিত বড়ুয়া সভাপতি ও রাঙামাটি সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রান্ত দেব নাথ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার বামপন্থী এ সংগঠনটির ২১তম জেলা কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে দুদিনব্যাপী সম্মেলন শুরু হয়েছিল।

অভিজিত এর আগেও জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। অন্যদিকে প্রান্ত দেব নাথ জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাঙামাটি শহর কমিটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সুজন বড়ুয়া ও মিশু দে। সহকারী সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সুমন বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অসীম দাশ।

কোষাধ্যক্ষ হিসেবে নিউটন চাকমা, দপ্তর সম্পাদক হিসেবে তাহমিনা আক্তার সুমাইয়া দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে অয়ন চক্রবর্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তুর্য দত্ত, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মঙ্গল বিকাশ চাকমা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হিসেবে কমিটিতে আছেন সুমন চাকমা ও শিউলি চাকমা। দুটি পদ শুন্য রাখা হয়েছে।

"বন্ধু মিছিলে এসো ধরো স্লোগান, রুখো সন্ত্রাস-দখলদারিত্ব-শিক্ষা বাণিজ্য-আগ্রাসন" এই স্লোগানকে ধারণ করে এর আগে শুক্রবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এতে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ সভাপতি ফয়েজ উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সভাপতি ধীষণ প্রদীপ চাকমা, পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জগদীশ চাকমাসহ আরও অনেকে।

এসজে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবি প্রশাসনকে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী হলেন রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি
দ্রোহযাত্রা থেকে নতুন কর্মসূচি ঘোষণা
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল