• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৯, ১৩:৫৫

দূষিত বাতাসের শহরের তালিকায় আজ (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশের রাজধানী ঢাকা তৃতীয় অবস্থানে রয়েছে। খবর ইউএনবি'র। বাতাসের মান সূচকে (একিউআই) আজ সকাল সাড়ে ৮টায় ঢাকার স্কোর ছিল ১৬৯, যার মানে হলো শহরের বাতাসের মান অস্বাস্থ্যকর।

পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি যথাক্রমে ২১১ এবং ১৯৫ স্কোর নিয়ে তালিকায় প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে।

একিউআইতে ৫১ থেকে ১০০ স্কোর পাওয়ার মানে হলো বাতাসের মান গ্রহণযোগ্য। ১০১ থেকে ১৫০ স্কোর পাওয়ার অর্থ হচ্ছে বাতাসের মান দূষিত। আর মান ২০১ থেকে ৩০০ হলে মানুষ লক্ষণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং এ সময় মানুষকে বাড়ির ভেতরে থাকতে ও তাদের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা সূচক একিউআই একটি নির্দিষ্ট শহরের বাতাস কতোটুকু নির্মল অথবা কতোটুকু দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

ঢাকা দীর্ঘদিন ধরেই দূষিত বাতাস নিয়ে হিমশিম খাচ্ছে। গ্রীষ্মকালে শহরটিতে বায়ুদূষণ চরমে উঠলেও বর্ষায় অবস্থার কিছুটা উন্নতি দেখা যায়।

এসজে/পি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দূষিত বাতাসের শহরের তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে ঢাকা
দূষিত বাতাসের তালিকায় তৃতীয় ঢাকা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’, দূষিত শহরের তালিকায় দ্বিতীয়
দূষিত বাতাসের শহরের তালিকায় দিল্লি-লাহোরের পরই ঢাকা