• ঢাকা সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুদক চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত: এমপি তাপস

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ অক্টোবর ২০১৯, ১৬:৪৮
দুদক চেয়ারম্যানের পদত্যাগ দাবি করলেন এমপি তাপস
ফাইল ছবি

আদালতের নির্দেশ থাকার পরেও বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনায় মামলা না হওয়ায় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদের পদত্যাগ করা উচিৎ। বললেন ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস।

আজ সোমবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তাপস বলেন, বেসিক ব্যাংক কেলেঙ্কারির ঘটনার শেখ আবদুল হাই বাচ্চুকে আসামি করে চার্জশিট দিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশনা ছিল। কিন্তু তারপরেও এ নির্দেশ অমান্য করে দুদক মামলা করেনি। কী কারণে দুদক এ কাজ করেছে, এটি জাতি জানতে চায়। বাচ্চুর বিরুদ্ধে মামলা না করার দায়ে সংস্থাটির চেয়ারম্যানের পদত্যাগ করা উচিত।

তাপস বলেন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির বিভিন্ন প্রতিবেদনেও ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে বাচ্চুর সংশ্লিষ্টতার বিষয় উঠে এসেছে।

উল্লেখ্য বেসিক ব্যাংকে সাড়ে চার হাজার কোটি টাকা জালিয়াতির ঘটনায় ২০১৫ সালের সেপ্টেম্বরে ৫৬ টি এবং পরের বছর আরও পাঁচটি মামলা করে দুদক।

এসব মামলা করার পর ৪০ মাস পেরিয়ে গেলেও এখনও অভিযোগপত্র দেয়নি সংস্থাটি। মামলায় ব্যাংকার ও ঋণগ্রহীতাদের আসামি করা হলেও ব্যাংকটির পরিচালনা পর্ষদের কাউকেই আসামি করা হয়নি।

এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • রাজনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
শমী কায়সার-তাপসকে কারাগারে পাঠানোর আদেশ
শমী কায়সার-তাপস তিন দিনের রিমান্ডে
তাপসের বিপথগামিতার জন্য শেখ হাসিনাকে দায়ী করলেন মা