বিএনপির এমপি হারুনের পাঁচ বছর কারাদণ্ড, কারাগারে প্রেরণ
বিএনপির যুগ্ন মহাসচিব ও চাঁপাইনবাগঞ্জ-৩ আসনের সংসদীয় সদস্য হারুন উর রশীদের পাঁচ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় এ সাজা দিয়েছে আদালত।
এছাড়া ৫০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষণা করেন।
---------------------------------------------------------------
আরো পড়ুন: ভিসি মিজানের কথা শুনে ‘আকাশ থেকে পড়েছেন’ মোশাররফ (ভিডিও)
---------------------------------------------------------------
দুদকের আদালত পরিদর্শক আশিকুজ্জামান জানান, মামলার রায়ে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার পরিদর্শক মাইনুল ইসলাম জানান, রায় ঘোষণা শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
হারুন উর রশিদ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য।
এসজে
মন্তব্য করুন